:::: MENU ::::
  • Caesarean Section Scar Niche

  • BSMMU Residency Exam Preparation

  • Fetal Intracardiac Echogenic Focus

অবসটেট্রিক ডপলার

গর্ভকালীন পরীক্ষাগুলোর মাঝে আজও সারাবিশ্বে জনপ্রিয় একটি পরীক্ষা হল আলট্রাসনোগ্রাম। স্বল্প খরচ, সহজলভ্য ও নিরাপদ হওয়ায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রামের ব্যাপক প্রসার দেখা যায়। সাধারণভাবে আলট্রাসনোগ্রামের দ্বারা চিকিৎসকরা মূলত মায়ের পেটে শিশুর বয়স-বৃদ্ধি-অবস্থা, প্রস্রবের আনুমানিক সময়, ফুল বা অমরা ও পানি ইত্যাদি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন, যা থেকে মা ও শিশুর সুস্থতার বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন।

গর্ভবতী মা ও শিশুর মধ্যকার রক্ত চলাচল সঠিক ভাবে হচ্ছে কিনা তা নিয়ে গবেষণার শেষ নেই। তারই ধারাবাহিকতায় এক অত্যাধুনিক পরীক্ষা হল অবসটেট্রিক ডপলার। ডপলার সুবিধা সম্বলিত অত্যাধুনিক আলট্রাসনোগ্রাম মেশিনের দ্বারা করা হয় এই পরীক্ষা।  



কাদের জন্য এই পরীক্ষা

মূলত ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের জন্য এই পরীক্ষা। যাদের গর্ভের শিশুর ওজন কম পাওয়া গিয়েছে, যাদের গর্ভকালীন ডায়বেটিস অথবা উচ্চরক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছে, যাদের গর্ভে একাধিক শিশু, যাদের শিশুর জন্মগত কোনও ত্রুটি ধরা পড়েছে, যারা দেরিতে মা হচ্ছেন, যাদের আগের শিশুর কোনও গর্ভকালীন দুর্ঘটনার ইতিহাস আছে, গর্ভকালীন রক্তক্ষরণ হলে ইত্যাদি বিভিন্ন শ্রেণীর রোগীদের জন্য চিকিৎসকরা অবসটেট্রিক ডপলার করে থাকেন।

পরীক্ষাটিতে মূলত কী হয়

এটি সাধারণ আলট্রাসনোগ্রামের মতোই একটি পরীক্ষা। মূল লক্ষ্য থাকে জরায়ু, অমরা বা ফুল এবং শিশুর মস্তিষ্কের রক্তনালীগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা। মজার ব্যাপার হল এর সাহায্যে মা ও  শিশুর অনেক বিপদজনক অবস্থাই আগে থেকে অনুমান করা যায়, যার ফলে মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে সারাবিশ্বে অনেক চিকিৎসকই ডপলার আলট্রাসনোগ্রামকে একটি নির্ভরযোগ্য পরীক্ষা হিসেবে বিবেচনা করে থাকেন।



কখন করা উচিত

সাধারণত ১৮-২০ সপ্তাহের পর থেকে যেকোনও সময় চিকিৎসক তার সন্দেহ বা প্রয়োজন অনুযায়ী এই পরীক্ষা করতে দিতে পারেন। রোগির অবস্থা ও কারণ অনুযায়ী সপ্তাহ বা মাস অন্তর পুনরায় অবসটেট্রিক ডপলার করা লাগতে পারে। তুলনামূলক উচ্চমাত্রার শক্তি ব্যবহৃত হয় বলে গর্ভাবস্থার প্রথম ৩-৪ মাস কালার ডপলার ব্যবহার না করাই নিরাপদ। তবে সৌভাগ্যের বিষয় মানব শরীরে এর জন্য এখনও কোনও ক্ষতিকর প্রভাব প্রমাণ করা যায় নি।

কোথায় করানো যায়

বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক চিকিৎসকই অবসটেট্রিক ডপলারসহ বিভিন্ন ধরনের কালার ডপলার ও ভাস্কুলার ডুপ্লেক্স পরীক্ষা করছেন। আপনার চিকিৎসকের কাছ থেকে যেনে নিতে পারেন আপনার পরীক্ষাটি করা লাগবে কিনা এবং নিকটস্থ কোথায় পরীক্ষার সুবিধা আছে।

সুস্থ মা ও সুস্থ শিশুই দেখাবে সুস্থ জাতির স্বপ্ন।
ধন্যবাদ।


Picture source: Google

1 comment: